• facebook
  • twitter
Friday, 4 April, 2025

চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় আগে থেকেই শুরু প্রস্তুতি

ফি বছরই বর্ষাকালে পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই এ বছর এই রোগ নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই পদক্ষেপ করছে রাজ্য সরকার।

প্রতীকী ছবি।

ফি বছরই বর্ষাকালে পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই এ বছর এই রোগ নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই পদক্ষেপ করছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলাশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিব মনোজ পন্থ নির্দেশ দিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মাইক্রো প্ল্যানিং করে কাজ করতে হবে। পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে জোর দেওয়ার জন্য পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। গত বছর যে সমস্ত এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল সেই সমস্ত এলাকায় আরও বেশি করে নজরদারি চালানো হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এ বছর আধুনিক প্রযুক্তির সাহায্য নেবে রাজ্য। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে মশা নিধন করার কাজ চলবে।

প্রতি বছরই এই রোগে রাজ্যে বহু মানুষ আক্রান্ত হন। অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। সেই কারণে এ বছর আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে থেকে পরিকল্পনা করে যাতে তাঁরা মাঠে নামেন সেই কারণে বিশেষ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বলা হয়েছে, জমা জল পরিষ্কার করা, ফগিং ও নির্দিষ্ট সময় অন্তর স্প্রে করার কাজে যেন কোনও গাফিলতি না হয়। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সাফ কথা, মানুষকে সচেতন করতে না পারলে প্রশাসনের কোনও পদক্ষেপই কার্যকর হবে না। এই কারণে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষেরও সমান সক্রিয়তার প্রয়োজন রয়েছে।

ডেঙ্গু মোকাবিলার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই অ্যাপের মাধ্যমে কীভাবে রোগ নিয়ন্ত্রণে রাখা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে স্থানীয় স্তরে বৈঠক করা হচ্ছে। জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসনকে এই অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ডেঙ্গু নিয়ে যাতে বিরোধীরা কোনও প্রশ্ন তুলতে না পারে সেই কারণে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এই পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মুখ্যসচিব মনোজ পন্থ জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের ডেঙ্গু মোকাবিলার বার্তা দিয়েছেন। ২০২৪ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আক্রান্তের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম। পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর সংখ্য়াও প্রায় ছিল না বললেই চলে। এই আবহে চলতি বছরও এই একই পদ্ধতি মেনে কাজ চালাবে প্রশাসন। আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে ডেঙ্গু মোকাবিলা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।