৫.৯৫ কোটি ব্যয়ে এনআইটি দুর্গাপুরে সোলার প্ল্যান্ট বসাচ্ছে পাওয়ার গ্রিড

নিজস্ব চিত্র

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এনআইটি দুর্গাপুরে সোলার প্ল্যান্ট বসাচ্ছে ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ মহারত্ন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (পাওয়ার গ্রিড)। দায়িত্ববান কর্পোরেট সংস্থা হিসেবে পাওয়ার গ্রিড দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র সঙ্গে এই সংক্রান্ত মউ স্বাক্ষর করেছে। এনআইটি ক্যাম্পাসে ১.০৭ মেগাওয়াটের রুফটপ সোলার প্ল্যান্ট বসাবে পাওয়ার গ্রিড।

এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ৫.৯৫ কোটি টাকা। সোলার প্ল্যান্ট থেকে বার্ষিক ১৫৯৬ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন হবে। বতর্মানে বিদ্যুতের প্রতি ইউনিটের খরচের কথা ধরলে এই সোলার প্ল্যান্ট চালু হলে বছরে প্রায় ১.১৮ কোটি টাকা সাশ্রয় হবে। পাওয়ার গ্রিডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইস্টার্ন রিজিওন-২) অমিতাভ বরাট এবং এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ চৌবের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিডের ডিরেক্টর (অপারেশন) নবীন শ্রীবাস্তব।