• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

বৈঠকে সমাধান অধরা, ধর্মঘটে আলু ব্যবসায়ীরা, বাড়ছে দাম

আলু নিয়ে আম জনতার পকেটের চাপ বাড়তে চলেছে। বিধানসভাতেই মুখ্যমন্ত্রী সোমবারই আলু পেঁয়াজ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন।

আলু নিয়ে আমজনতার পকেটের চাপ বাড়তে চলেছে। বিধানসভাতেই মুখ্যমন্ত্রী সোমবারই আলু-পেঁয়াজ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তা সত্ত্বেও আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে মেলেনি কোনও সমাধান সূত্র। ফলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতিতে সামিল আলু ব্যবসায়ীরা। আলু সরবরাহ বন্ধ রেখেছেন ২৫ হাজার ব্যবসায়ী। সোমবার রাত থেকেই রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের হচ্ছে না বলে দাবি আলু ব্যবসায়ীদের। পাশাপাশি বন্ধ রয়েছে রাজ্যের সব পাইকারি আলুর বাজার। এর জেরে মঙ্গলবার সকাল থেকেই খোলা বাজারে আলুর জোগানে টান দেখা দিয়েছে। আশঙ্কা মতোই, রাজ্যের বিভিন্ন বাজারে দাম বেড়েছে আলুর। কোথাও কেজিতে ২ টাকা, কোথাও কোথাও আবার ৮ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। ফলে সকালে বাজারে গিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা।

ভিনরাজ্যে আলু পাঠানোয় প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়। রাজ্যের সীমানায় আলুবোঝাই গাড়ি আটকে দিয়েছে পুলিশ। ফলে অন্য রাজ্যে আলু পাঠাতে না পারায় ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন এ রাজ্যের আলু ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জানিয়েছিল, এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ধর্মঘটের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সোমবার জট কাটাতে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের হিমঘর মালিক সংগঠনকে নিয়ে খাদ্য ভবনে বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না। সরকারের তরফেও ধর্মঘট প্রত্যাহার করতে বলা হয়েছিল। কিন্তু আলু ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, সীমানায় আলুর গাড়ি আটকানো বন্ধ না-হলে তাঁরাও ধর্মঘটের রাস্তা থেকে সরতে পারবেন না। ফলে মঙ্গলবার সকাল থেকেই আলুর দামে প্রভাব পড়ল রাজ্যের বিভিন্ন বাজারে।

খুচরো বাজারে এখনো যে আলু মজুত রয়েছে তা দিয়ে হয়তো বুধ  এবংবৃহস্পতিবার খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তা সত্ত্বেও এখন থেকে আলুর দাম বেড়ে গেছে। এই  ধর্মঘট চলতে থাকলে খুচরো বাজারেও আলুর আকাল দেখা যাবে বলে আশঙ্কা খুচরো বাজারের ব্যবসায়ীদের। আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সাধারণ গৃহস্থেরা।