• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

টাকার বিনিময়ে দলের পদ বিক্রি, বিজেপির কার্যালয়ে তালা কর্মীদের

পোস্টারে লেখা ছিল, দলের জেলা সভাপতি তাপস ঘোষ টাকা নিয়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি নিয়োগ করেছেন।

বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল দলেরই কর্মীরা। একই সঙ্গে লাগানো হয় পোস্টারও। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি নির্বাচনের পরই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, টাকা নিয়ে দলীয় পদ বিক্রি করছেন বিজেপির জেলা সভাপতি। যদিও গোটা ঘটনায় তৃণমূলের ঘাড়েই দায় ঠেলেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। তাঁর দাবি, তৃণমূল ষড়যন্ত্র করে ওই পোস্টার ঝুলিয়েছে। যদিও রাজ্যের শাসকদল সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

সম্প্রতি এক ব্যবসায়ী তাপস ঘোষের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে চিঠিও লিখেছেন তিনি। সম্প্রতি সাংগঠনিক নির্বাচনের পর বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ পালকে। তারপর থেকে বিজেপিতে অসন্তোষ শুরু হয়েছে। শনিবার সকালে দেখা যায়, বিজেপির বাদুড়িয়া শহর কার্যালয়ে তালা ঝোলানো রয়েছে। আর দরজার ওপরে বেশ কয়েকটি ছাপানো পোস্টার মারা রয়েছে।

সেই পোস্টারে লেখা ছিল, দলের জেলা সভাপতি তাপস ঘোষ টাকা নিয়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি নিয়োগ করেছেন। তাঁকে কিছুতেই কর্মীরা মেনে নেবেন না। তাই এই পার্টি অফিসে তালা মারা হল। পোস্টারের নীচে লেখা ছিল – বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ।

বাদুড়িয়া শহর মণ্ডলের নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ পাল বলেন, কাউকে টাকা দিয়ে সভাপতি হইনি। দলীয় কর্মীদের ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। তৃণমূল কর্মীরা আমাকে ভয় পাচ্ছে। তাই রাতে তাঁরাই পোস্টার সেঁটেছে। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের মণ্ডল সভাপতি নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে। ওদের দলের কর্মীরাই নেতাদের বিরুদ্ধে পোস্টার মারছেন। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। তৃণমূল কর্মীরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসীও নয়।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, তৃণমূল ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে পোস্টার ঝুলিয়েছে। মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে জেলা সভাপতির কোনও ভূমিকা থাকে না। ভোটাভুটির মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়। বিশ্বজিৎ পালের নিয়োগও সেই নিয়মে হয়েছে।