• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

বাংলাদেশিদের তৈরি করে দিতেন জাল পাসপোর্ট, কলকাতায় গ্রেপ্তার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী

নকল পরিচয়পত্র-সহ পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তির নাম তারকনাথ সেন।  তাঁকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নকল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগ ওঠে। এসটিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন , সন্দেহের তালিকায় আরও কয়েকজন ব্যক্তি রয়েছে। সঠিক প্রমাণ পেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।

নকল পরিচয়পত্র-সহ পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তির নাম তারকনাথ সেন।  তাঁকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নকল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগ ওঠে। এসটিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন , সন্দেহের তালিকায় আরও কয়েকজন ব্যক্তি রয়েছে। সঠিক প্রমাণ পেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।

 
বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তারকনাথ সেনের বিরুদ্ধে।  অভিযোগ, ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কলকাতায় হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। তদন্তের শুরুর দিকে কলকাতার নিউ মার্কেট এবং বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এনআইএ-র অভিযোগ ছিল, ভিন রাজ্য হয়ে কলকাতায় এসে বেশ কয়েকমাস আত্মগোপন করেছিল ৪ থেকে ৬ জন জঙ্গি।  ওই জঙ্গিরা কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাদের কাছে জাল পাসপোর্ট-সহ একাধিক নকল পরিচয়পত্র ছিল।  
 
এর পাশাপাশি প্রায় ২ বছর ধরে জাল নথিপত্র নিয়ে কলকাতায় বেআইনিভাবে থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।  তাঁর কাছ থেকে নকল নথিপত্র উদ্ধার করা হয়েছিল।এই দুটি ঘটনাতেই একই অভিযোগ সামনে আসে। প্রত্যেকেই নকল পাসপোর্ট-ভিসা আধার কার্ড নিয়ে এই শহরে আত্মগোপন করেছিল। বিএনপি নেতার কাছ থেকে নকল নথিপত্র উদ্ধারের ঘটনার পরই কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা প্রতিটি থানা এবং কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন যাতে নকল পরিচয়পত্রের এইসব বয়েকদের গ্রেপ্তার করা হয়।  সেই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযান শুরু করেছিল লালবাজার।  
 

তদন্তকারীরা জানতে পারেন যে, নকল পরিচয়পত্র একাধিক সন্দেহভাজন ব্যক্তিদের হাতে সরবরাহ করার সঙ্গে যুক্ত রয়েছে কয়েকজন পোস্ট অফিসের অস্থায়ী কর্মী । সেই অনুযায়ী উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা তারকনাথ সেনের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা । এরপরই দেরি না করে সোমবার রাতেই বসিরহাট জেলা পুলিশের সাহায্যে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তারককে ।

তদন্তকারীদের একাংশের অনুমান, এই ঘটনার সঙ্গে শুধু পোস্ট অফিসের অস্থায়ী কর্মীরাই যুক্ত নন । এর সঙ্গে যুক্ত থাকতে পারেন পোস্ট অফিসের স্থায়ী কর্মী থেকে আধিকারিকরাও । তারকনাথ সেনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন তদন্তকারীরা ।