• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ

খাকি উর্দিধারীদের মানবিক মুখ। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দিল কল্যাণী থানার পুলিশ।

খাকি উর্দিধারীদের মানবিক মুখ। এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দিল কল্যাণী থানার পুলিশ। কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডার উদ্যোগে পরিবারকে ফিরে পেল ইসমাইল মোল্লা। বয়স ৪০ বছর।

পুলিশ সূত্রে খবর, কল্যাণী শহরে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ইসমাইল। টহলদারি পুলিশের ইসমাইলের গতিবিধি নজরে আসে। এরপর তাকে কল্যাণী থানায় নিয়ে আসা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে আরো খবর, ইসমাইলের সঙ্গে কথা বলে পুলিশ বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন। শুরু হয় ইসমাইলের বাড়ির খোঁজ। অবশেষে জানা যায়, ইসমাইলের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকায়। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে যোগযোগ করা হয় ইসমাইলের পরিবারের সঙ্গে। রবিবার ইসমাইলকে নিয়ে যায় তার পরিবার।

ইসমাইলের পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের ২১ তারিখ সে বাড়ি থেকে বেরিয়ে আসে। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন ইসমাইল। অবশেষে কল্যাণী থানার আইসি দেবাশীষ পণ্ডার সহযোগিতায় এবং কল্যাণী থানার পুলিশ অফিসারদের চেষ্টায় ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।