• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডা পুলিশের জালে

আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল।

আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সিকান্দার মাহাতো। তাঁর বাড়ি কল্যাণীর ভুট্টাবাজার এলাকায়। ভুট্টাবাজার এলাকা থেকেই শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে সিকান্দারকে। তাঁর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সিকান্দার দীর্ঘদিন ধরেই অনলাইন আইপিএল বেটিং চক্রের সঙ্গে যুক্ত। আইপিএল বেটিংয়ের মূল পাণ্ডা সিকান্দার। দিনকয়েক আগে আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে কয়েক জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। এবার পুলিশের জালে আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডা। যদিও ধৃতের দাবি, আগে আইপিএল বেটিং চালাতেন। এখন তিনি আইপিএল বেটিংয়ের সঙ্গে যুক্ত নন। শনিবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকে ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।