• facebook
  • twitter
Friday, 11 April, 2025

মমতার সাক্ষাতের আগে জেলায় জেলায় বৈঠক চাকরিহারাদের

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ আদৌ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। ৭ এপ্রিল বঞ্চিত ও যোগ্য চাকরিহারাদের সভায় যাওয়ার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় চাকরিহারা যোগ্য প্রার্থীরা সকলে যাবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলায় জেলায় শুক্রবার বৈঠক করেছে ‘যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চ’। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে কোন কোন বিষয়ে তুলে ধরা হবে, সেই নিয়েও এ দিন আলোচনা হয়েছে।

দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বাতিল হয়েছে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল। সেই রায়ের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বঞ্চিতদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাঁর সঙ্গে দেখা করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের সভায় যাবেন মমতা। এই আবহে চাকরিহারাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থির করতে শুক্রবার জেলায় জেলায় বৈঠক হয়েছে। বেশিরভাগ চাকরিহারাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। আবার অনেকে জানিয়েছেন, এ বিষয়ে সংগঠন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই তাঁরা কাজ করবেন।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ আদৌ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আবেদন জানানোর বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন সংগঠনের এক সদস্য। তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সময় চেয়ে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার মমতা জানিয়েছিলেন, শিক্ষকদের সংগঠনের অনুরোধে সোমবার বেলা সওয়া ১২টায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন। তাঁর কথায়, ‘বঞ্চিতদের কথা শুনতে তো কোনও দোষ নেই। আমি তাঁদের কথা শুনতে যাব এবং বলতে যাব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।’

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর এক সদস্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ে তাঁরা হতাশ। কেন্দ্র-রাজ্যের সংঘাতে তাঁদের বলির পাঁঠা করা হয়েছে। এই রায়ের পর দুইজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এই আবহে নিজেদের অবস্থান স্থির করতে বিভিন্ন জেলায় বৈঠকের আয়োজন করা হয়েছে।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ সহ অন্যান্যদের। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সামনে তাঁরা কী দাবি রাখেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রথম থেকেই চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। সভায় তিনি বিশেষ কোনও বার্তা দেন কি না সেই দিকেই তাকিয়ে যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা।