• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইতিহাস বই থেকে সরছে না পার্থর নাম

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় তাঁর পাশে ছিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার।

মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে তাঁর নাম পাঠ্যপুস্তকে রেখে দেওয়া উচিত কিনা, এই নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় তাঁর পাশে ছিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার।

অভীকবাবু এদিন স্পষ্ট জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে যে বাক্য রয়েছে, তাতে কোনও ভুল নেই। ২০১৬ সালে এই বই লেখা হয়েছিল।

ঐতিহাসিকভাবে এই বাক্যটির সত্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। স্বাভাবিকভাবে সরানোর কোনও প্রশ্ন নেই বলে তিনি জানিয়ে দেন।

সিঙ্গুর আন্দোলন সংক্রান্ত বিষয় নিয়ে অষ্টম শ্রেণির ইতিহাস বই ‘অতীত ও ইতিহাস’ সেখানে সিঙ্গুর আন্দোলন নিয়ে কিছু আলোচনা আছে।

এই লেখাতে ‘সেই আন্দোলনকে সুসংহত করে তাঁর নেতৃত্ব দিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়।’