অবশেষে ইডি-মামলায় জামিন পেলেন পার্থ, ফেব্রুয়ারির মধ্যেই মুক্তি পাবেন

অবশেষে মুক্তি পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশে ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হল। আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন পার্থ-ঘনিষ্ঠরা। ছাড়া পেয়েছিলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাও। পার্থই জামিন পাচ্ছিলেন না। বার বার পিছিয়ে যাচ্ছিল তাঁর জামিন। এবার মঞ্জুর হল তাঁর জামিনের আবেদন। মুক্তি পেতে চলেছেন তিনি নতুন বছরের মধ্যেই। তবে, নিজের বিধায়ক পদ বাদে অপর কোনও পদে তিনি আসীন হতে পারবেন না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর সিবিআই মামলার থেকেও এক্ষুণি নিষ্কৃতি পাবেন না তিনি। সেই মামলাটি নিম্ন আদালতের বিচারাধীন। সেই মামলায় জামিন মেলেনি তাঁর।

শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ২০২৫ এর ১ ফেব্রুয়ারির মধ্যে জামিনে মুক্ত হবেন তিনি। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট ইডিকে নির্দেশ দিয়েছে, এই মাসের মধ্যেই যেন চার্জ গঠন করা হয়। পার্থ-মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী যাঁরা, ট্রায়াল কোর্টের পক্ষ থেকে তাঁদের বয়ান জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই নেওয়ার চেষ্টা করা হবে। এই ব্যাপারে পার্থকে সহযোগিতা করতে হবে ট্রায়াল কোর্টের সঙ্গে। যদি সাক্ষীদের বয়ান নেওয়া এবং চার্জ গঠনের প্রক্রিয়া আগেই শেষ হয়ে যায়, তবে নির্ধারিত সময়, অর্থাৎ ১ ফেব্রুয়ারির আগেও জামিনে ছাড়া পেতে পারেন তিনি।