নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। ৮৫৭ দিন জেলবন্দি থাকার পর মুক্তি পেলেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। ২০২২ সালের ২২ জুন গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। তার আগে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত।

জামিনে পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতে জমা রাখতে হবে পাসপোর্ট, যেতে পারবেন না কলকাতার বাইরে। এদিকে অর্পিতা জামিন পেলেও পার্থের জামিন মামলা এখনও ঝুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল হয়। বাজেয়াপ্ত করা হয়  প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না।


২০২২-এর ২৭ জুলাই বেলঘড়িয়ার একটি আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকেও মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর টাকার গয়নাও। ইডির দাবি,  অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছিল। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে উঠতে পারে পার্থের জামিন বিষয়ক মামলা।