চাকরি থেকে বরখাস্ত পরেশ কন্যা, বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের

চাকরি থেকে বরখাস্ত হলেন রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্র মন্ত্রী পরেশ অধিকারী র মেয়ে অঙ্কিতা অধিকারী।

এমনকী ‘বেআইনী ভাবে ‘ পাওয়া চাকরির সম্পূর্ণ বেতন ও ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ ও দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী শিক্ষিকার পদে চাকরি তে যোগ দেন মন্ত্রী কন্যা অঙ্কিতা।


রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে কোচ বিহারের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয় তে যোগ দেন তিনি।

পরে এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ করে এস এস সি দুর্নীতি সামনে আসতে উঠে আসে অঙ্কিতার বিষয়টিও।

তলব করা হয় পরেশ অধিকারি ও তাঁর মেয়ে অঙ্কিতাকে। তবে রাজ্যের মন্ত্রী সি বি আই এর মুখোমুখি হলেও আসেননি অঙ্কিতা।

শুক্রবার পুরো ঘটনা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এস এস সি র কাছে জানতে চান, এই নিয়োগ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা।

এসএসসি সদুত্তর দিতে না পারায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জা নিয়ে দেন, অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করতে, পাশাপাশি তাঁর ৪৩ মাসের সম্পূর্ণ বেতন দুটি কিস্তিতে হাইকোর্টের রেজিস্টার এর কাছে ফের দেওয়ার নির্দেশ দিয়েছে ন।

প্রথম কিস্তি ৭ জুন ও দ্বিতীয় কিস্তি ৭ জুলাই। এর পাশাপাশি অঙ্কিতা বা তাঁর পরিবারের কেউ ওই স্কুলে ঢুকতে পারবে না বলে ও জানিয়ে দিয়েছেন বিচারপতি।