পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অরিজিৎ সিং, তালিকায় বাংলার ৯

অরিজিৎ সিং

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। এই তালিকায় ঠাঁই পেয়েছেন একাধিক বাঙালি। সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, কৃষিকাজ – নানা পেশার মানুষকেই পদ্মসম্মান দেওয়া হচ্ছে। এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩৯ জন। বাংলার মোট ৯ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। বঙ্গভাষী বা বঙ্গবাসীদের ধরলে তালিকায় রয়েছে ১১ জনের নাম।

স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকা অনুযায়ী, পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে মোট ৭ জনকে। পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে ১৯ জনকে এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন। বাংলার ছেলে অরিজিৎ সিং এই ১৩১ জনের মধ্যে একজন। এছাড়া বাংলা থেকে তালিকায় রয়েছেন – নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর, হাবড়ার বাসিন্দা প্রবাদপ্রতিম ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক, সমাজকর্মী বিনায়ক লোহানি, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এর পাশাপাশি দুই প্রবাসী বাঙালি বিবেক দেবরায় (দিল্লি) এবং অরুন্ধতী ভট্টাচার্যকেও (মহারাষ্ট্র) পদ্ম সম্মান দেওয়া হচ্ছে।

কলা বিভাগে অরিজিৎ সিং পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের জন্ম ও বেড়ে ওঠা। খ্যাতির শীর্ষে পৌঁছেও নিজের শিকড়কে কখনও ভোলেননি তিনি। শিক্ষা জগতে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। নৃত্যশিল্পী হিসেবে কৃতিত্বের জন্য পদ্মশ্রী পাচ্ছেন মমতাশঙ্কর। পিতামহ বিভূতিরঞ্জন মজুমদারের হাত ধরে বাড়িতেই বাদ্যযন্ত্রে হাতেখড়ি সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের। ৫৭ বছর বয়সি বাঙালি ঢাকি গোকুলচন্দ্র দে দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়েছেন।