• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

জামিন সন্দীপ-অভিজিতের, কী বলছেন শাসক বিরোধীরা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল।

সন্দীপ ঘোষ (ফাইল চিত্র)

৯০ দিনেও সিবিআই  চার্জশিট দিতে পারেনি। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ আর টালা থানার প্রাক্তন ওসি-র বিরুদ্ধে।

এই জামিন পাওয়ায় পরই মুখ খুলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এতদিন পুলিশ তদন্ত করলে অভিযুক্তের ফাঁসি হয়ে যেত। যেমন হয়েছে ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের। মেয়রের আরও দাবি, অপরাজিতা বিল এলে অপরাধীরা এসব করার সাহস হত না।

অন্যদিকে, সন্দীপ-অভিজিতের জামিনের ঘটনা মেনে নিতে পারছেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলছেন, এটা তৃণমূল আর বিজেপির সেটিং। সুজন আরও বলেন, সিবিআই যে ভাবে হাথরস কাণ্ডে তদন্তে ধামাচাপা দিয়ে মোদীকে খুশি করেছিল, একই ভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করল।

এই জামিনে পুলিশ প্রশাসনের ওপর দায় চাপিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ৫ দিন ধরে পুলিশ যে ভাবে ঘটনাস্থলে রীতিমত তাণ্ডব নৃত্য চালিয়ে যাবতীয় যেভাবে লোপাট করে দিয়েছে, সেখানে সিবিআইয়ের পক্ষে আর কী করা সম্ভব।