বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্তশিল্প কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করার তীব্র বিরোধিতা করেছে ডান-বাম-বিজেপি।
তবে মুখ্যমন্ত্রীর অনুরোধ নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান কোনও মন্তব্য না করলেও, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীকে এই দায়িত্ব কে দিল?
শিল্পপতিদের সামনে রেখে অন্য কেউ লাভবান হবে মনে করলে কেন্দ্রীয় এজেন্সি তো ব্যবস্থা নেবেই।” এই মঞ্চে একথা বলা উচিত হয়নি বলেই মত সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই বলে খোঁচা দিয়েছেন তিনি।