‘বিনীতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই’, হাইকোর্টকে জানাল কেন্দ্র

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। ফাইল চিত্র।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উঠল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এক মামলা। আরজি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে। এদিন কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘আরজি কর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে।’

গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায়, আরজি কর-কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সেখানেই এই বিষয়টি জানানো উচিত। এই পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানালেন, ‘আর জি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে’। আরজি করের ঘটনায় অভয়ার নাম প্রকাশ করায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং-এর কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আইপিএসদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পদক্ষেপ কে নিতে পারে? উত্তরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ‘রাজ্যে কর্মরত আইপিএসদের ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্যই। কোনও শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থাও রাজ্যই নিতে পারে। তবে রাজ্য যদি কোনও পদক্ষেপ না নেয় বা রাজ্যের পদক্ষেপে সন্তষ্ট না হলে কেন্দ্র আপিল করতে পারে’।