তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পর বড়সড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব অ্যাডহক বােনাসের কথা ঘােষণা করলেন তিনি। সেই সঙ্গে পেনশনভােগীদের জন্য বৃহস্পতিবার এককালীন ভাতার কথাও ঘােষণা করা হয়েছে।
এদিন রাজ্য সরকারের তরফে জানানাে হয়েছে, সর্বনিম্ন সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বােনাস দেওয়া হবে, যা সরকারি কর্মচারীদের আগামী ১০ মাসের মধ্যে শােধ করতে হবে l।
যেসব কর্মচারীর মাসিক আয়। ৩৬ হাজার টাকা পর্যন্ত, শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন। এছাড়া এককালীন আড়াই হাজার টাকা ভাতা ঘােষণা করা হয়েছে পেনশনভােগীদের জন্য।