• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বাসন্তীতে গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার এক

রবিবার রাতে বাড়ি ফেরার পথে বাসন্তীর আমঝাড়া অঞ্চলের তালদা হালদার পাড়ায়। গুলিবিদ্ধ হলেন আটত্রিশ বছরের যুবক অনুপ হালদার।

প্রতীকী ছবি (File Photo: IANS)

রবিবার রাতে বাড়ি ফেরার পথে বাসন্তীর আমঝাড়া অঞ্চলের তালদা হালদার পাড়ায়। গুলিবিদ্ধ হলেন আটত্রিশ বছরের যুবক অনুপ হালদার। সঙ্গী সাতাশ বছরের কার্তিক হালদারও মার খেয়ে জখম হলেন। জখমদের বাসন্তী হাসপাতাল থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানাে হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেল, গুলি চালানাের ঘটনায় যুক্ত প্রণব সর্দার নামে এক ব্যক্তিকে সােমবার বিকেলে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে মারপিট গুলি।

হালদার পরিবার ও সর্দার পরিবার সম্পর্কে আত্মীয়। হালদার পরিবারের দুজন বিবাদের জেরে খুন হন ২০০৮ সালে। কেস এখনও চলছে। খুনের অভিযােগ থাকা সর্দার পরিবার আপাতত জামিনে মুক্ত হয়ে গ্রামেই আছে।

সেই সর্দার পরিবারের হাতেই আবার হালদার পরিবারের ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িযেছে।