‘এক দেশ এক ভোট’ বিল হাস্যকর, আমরা হতে দেব না : অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

‘এক দেশ এক ভোট’ বিলের প্রতিবাদে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বিল ‘হাস্যকর’। তাঁর দাবি, ‘আমরা যতদিন আছি, এসব হতে দেব না। ওরা হাজার চেষ্টা করুক।’
এই বিলের প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবারই তিনি বলেছেন, ‘ এটা শুধু অসাংবিধানিক নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।’ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক দেশ এক ভোট নিয়ে সরব হয়ে বলেন, ‘এই বিল মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা।’ তাঁর কথায়, ‘সরকার তো পাহারাদার। পাহারাদার চাইছে ২৫ দিনের পরিবর্তে ২ দিন ডিউটি করতে। এটা হলে সরকারের কোনও অ্যাকাউন্টিবিলিটি থাকবে না। মোদী সরকার সেটাই করতে চাইছে। ওরা মানুষের ভোটদানের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। তবে আমরা যতদিন আছি, এসব হতে দেব না। ওরা হাজার চেষ্টা করুক।’
এক দেশ এক ভোট প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভা। সোমবার এই বিল সংসদে পেশ হওয়ার কথা ছিল। তবে রবিবারই সোমবারের আলোচ্য সূচির তালিকা থেকে এই বিলের প্রসঙ্গ তুলে নেওয়া হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের চাপের মুখে পড়েই সাময়িক পিছু হটেছে সরকার।
অভিষেক এদিন বলেন, ‘এরা তো সংবিধানটাকেই বদলে দিতে চাইছে। এরপরে তো বলবে, ওয়ান ন্যাশন ওয়ান পলিটিক্যাল পার্টি! ওয়ান ন্যাশন ওয়ান লিডার!’ তিনি আরও বলেন, ‘২০২১ সালে বাংলার সঙ্গে কেরল, অসমে নির্বাচন হয়েছিল। তখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলায় আট দফায় ভোট করিয়েছিল। যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তাঁরা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে? এটা হাস্যকর নয়!’  পাশাপাশি তিনি মনে করিয়ে দেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর ডায়মন্ড হারবার কেন্দ্রে তিন দফায় ভোট হয়েছে। যারা একটি লোকসভা কেন্দ্রে ৩ দফায় নির্বাচন করাতে পারে তাঁরা একবার ভোট কীভাবে করাবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।
অভিষেকের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্রের মোদী সরকার। মানুষ বারবার ভোট প্রয়োগ করতে পারলে কেন্দ্রীয় সরকার চাপে থাকবে বলে দাবি করেন অভিষেক। তাঁর কথায়, ‘মানুষ দুই বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে কেন্দ্রীয় সরকার চাপে থাকবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে সংবিধান পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, পুরসভায় একবার করে ভোট দেওয়া আমাদের অধিকার। আমাদের পাঁচ বছরে ছয়বার ভোট দেওয়ার অধিকার আছে। সেটা আপনারা কেড়ে নিয়ে বলবেন একবার ভোট দিতে হবে ? তা আবার হয় নাকি ?’