পাহাড়ে আবারও মৃত্যুর ঘটনা! এবার মৃত্যু ঘটল এক অল্পবয়স্ক তরুণীর। বন্ধুদের সঙ্গে সান্দাকফুতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। টুমলিংয়ে এসে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
মৃতা অঙ্কিতা ঘোষ(২৮) দমদমের অশোকনগর অঞ্চলের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে তিনি সান্দাকফু ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁরা সান্দাকফু থেকে টুমলিঙে আসেন। সেখানেই একটা হোমস্টেতে ছিলেন তাঁরা। মাঝরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অঙ্কিতা। অসুস্থ বোধ করতে থাকেন। তৎক্ষণাৎ তাঁকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
অঙ্কিতার বন্ধুদের বয়ানে, সান্দাকফুতে থাকাকালীনই শারীরিক অস্বস্তির সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু তা ঠিক হয়েও গিয়েছিল। মঙ্গলবার টুমলিঙে এসে হোমস্টেতে ওঠেন তাঁরা। নৈশভোজন করে শয্যাগ্রহণের পরপরই এই ঘটনা ঘটে। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসে সান্দাকফুতে গিয়ে মারা প্রাণ হারান ষাটোর্ধ্ব কলকাতাবাসী প্রৌঢ়। ওই ঘটনার পরেই পাহাড়ে বেড়াতে যাওয়ায় নানা কড়াকড়ি জারি করা হয়। সান্দাকফু যাওয়ার আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবে দার্জিলিং জেলা প্রশাসন। তার মধ্যেই ঘটে গেল আরেক দুর্ঘটনা। এই নিয়ে উদ্বেগের পারদ চড়ছে প্রশাসনিক আধিকারিকদের।