• facebook
  • twitter
Wednesday, 25 December, 2024

একশো দিনের কাজের বিকল্প, মজুরির জন্য মঞ্জুর ৮৮ কোটি

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে একশ দিনের কাজের বিকল্প হিসেবে কর্মসংস্থান করে সেখানে মজুরি বাবদ এই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হল।

Manjrod: A case for public participation beyond the ballot.

একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিতে রাজ্যের কোষাগার থেকেই ৮৮ কোটি টাকা মঞ্জুর করল রাজ্য সরকার।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে একশ দিনের কাজের বিকল্প হিসেবে কর্মসংস্থান করে সেখানে মজুরি বাবদ এই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হল।

গত ডিসেম্বর মাস থেকে একশ দিনের কাজের মজুরি বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে বকেয়া রয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

এই কেন্দ্রীয় বঞ্চনার বিকল্প হিসেবে ২২ দিনে ১০ লক্ষেরও বেশি জবকার্ড হোল্ডারকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হল।

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো মোট ২৬ টি দফতরে এই বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে।

এই দফতরগুলি হল কৃষি, কৃষি বিপণন, প্রাণী সম্পদ বিকাশ, অর্থ, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, বন, পূর্ত, পরিবহণ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, উচ্চশিক্ষা, আবাসন ও জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিকল্প কর্মসংস্থান অভিযানে সবচেয়ে বেশি মানুষকে কর্মসংস্থান দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

গত ২২ দিনে, তাঁরা ১০,৭৪০ টি প্রকল্পে কাজ দিয়েছেন ৮ লক্ষ ৮৪ হাজার ৯৫৮ জনকে। মজুরি বাবদ দেওয়া হয়েছে ৬৫ কোটিরও বেশি টাকা।

রাজ্যের জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে কেন্দ্রীয় বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদ জানানো হবে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়।