• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

শহরে দুটি পৃথক দুর্ঘটনা, মৃত ১

অন্যদিকে চলন্ত বাস থেকে নামতে গিয়ে আহত হলেন এক প্রৌঢ়া।

প্রতীকী চিত্র।

স্বামীকে স্কুটির পিছনে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন বছর একচল্লিশের স্ত্রী। রাস্তার মধ্যে আচমকাই স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল অঘটন। মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হল বর্ণালি মন্ডলের। স্বামী বাপ্পা দাস (৪৪) এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, সোমবার বেলা পৌনে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের উপরে। সূত্রের খবর, স্কুটি চালাচ্ছিলেন এন্টালি থানার কামারডাঙা রোডের বাসিন্দা বর্ণালি মন্ডল। পেছনে ছিলেন তাঁর স্বামী বাপ্পা দাস।  বাসন্তী হাইওয়ের উপরে হঠাৎ করেই স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন দুজনেই। স্থানীয়রা উদ্ধার করে দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী বর্ণালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে স্বামীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি।

অন্যদিকে চলন্ত বাস থেকে নামতে গিয়ে আহত হলেন এক প্রৌঢ়া। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানার অন্তর্গত মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। পুলিশ সূত্রের খবর, উত্তর পঞ্চান্নগ্রাম-হাওড়া রুটের মিনিবাস থেকে নামতে গিয়ে রাস্তায় পড়ে যান কাকলি সাউ (৪৮)। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনায় মিনিবাসসহ চালককে আটক করেছে পুলিশ।