পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার করেছে পুলিশ। খিদিরপুর এলাকায় গত দেড় বছর ধরে থাকছিল সে। কলিন লেন এলাকা থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে বৈধ পাসপোর্ট ছিল না। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম মহম্মদ হামিদুর রহমান। ২০২৩ সালের শুরু থেকে খিদিরপুরে থাকছিল সে। প্রায় ১২ বছর ধরে বহাল তবিয়তে ভারত-বাংলাদেশ যাতায়াত করেছে হামিদুর। তার কাছ থেকে জাল আধার এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন কাজে এই ভুয়ো নথিগুলি ব্যবহার করতেন ওই যুবক। প্রতারণামূলক কাজেও এই নথি ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে লালবাজার।
নভেম্বর মাসে পার্ক স্ট্রিট থেকেও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সেলিম মাতব্বর। ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ডের ফোটোকপি উদ্ধার হয় তাঁর কাছ থেকে। অবশ্য ওই সমস্ত নথিতে নাম ছিল রবি শর্মা। পাসপোর্টে ‘জন্মস্থান’ হিসেবে উল্লেখিত হয়েছে রাজস্থান।
বাংলাদেশের মাদারিপুরে বাসিন্দা সেলিম একসময় সক্রিয়ভাবে রাজনীতি করত। বিএনপির সদস্য ছিল সে। রাজনৈতিক ঝামেলার কারণেই বাড়ি ছাড়তে বাধ্য হয় সেলিম। জাল নথিব্যবহার করে পার্ক স্ট্রিট অঞ্চলের মারকুইস স্ট্রিটের একটি হোটেলে চাকরি নেয় সেলিম।