• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

একই দিনে দেউমা-পাচমিতে শুভেন্দু-অধীর

ইকো পার্কে আজ থেকে শুরু হতে চলা 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে'র উদ্বোধনের দিনই বীরভূমের দেউমা- পাচমিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরী।

শুভেন্দু অধিকারী-অধীররঞ্জন চৌধুরী (File Photo: IANS)

ইকো পার্কে আজ থেকে শুরু হতে চলা ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে’র উদ্বোধনের দিনই বীরভূমের দেউমা- পাচমিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরী।

এই শিল্প সম্মেলনে বীরভূমের দেউমা -পাচমিকে রাজ্যের শিল্পের অন্যতম মডেল হিসেবে তুলে ধরা হয়েছে আর এই শিল্প সম্মেলনের শুরুতেই সেই দেউমা-পাচমিকেই রাজ্যের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার করছে বিজেপি ও কংগ্রেস।

দলের ১১ জন বিধায়ককে নিয়ে এই কয়লা খনিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও।

ইতিমধ্যেই এই কয়লা খনি নিয়ে রীতিমতো অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী সোমবার পাট্টা দিতে গিয়ে স্থানীয়দের চাপে ফিরে আসতে হয় জেলাশাসককে, এমনকি তৃণমূল নেতৃত্ব কেও ফিরে আসতে হত স্থানীয় দের চাপে।

এই পরিস্থিতির মধ্যেই আজ যাচ্ছে দুই ‘হেভিওয়েট’ নেতা । দুই তরফের দাবি, এই প্রকল্পের বিরুদ্ধে ওই এলাকার প্রচুর মানুষ, সেই ভূমি আন্দোলন কারিদের পাশে থাকার বার্তা দিতেই এলাকায় যাচ্ছেন অধীর-শুভেন্দু।