• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

আগামী ১৩ নভেম্বর রাজ্যের উপ নির্বাচনী কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা

যেহেতু এইসব এলাকার স্কুলগুলি ভোটের কাজে ব্যবহৃত হবে, সরকারি কর্মী ও আধিকারিকদের অনেকে ভোটগ্রহণে ব্যস্ত থাকবেন, পাশাপাশি ওই সব এলাকার সরকারি কর্মীরাও

প্রতীকী চিত্র

আগামী ১৩ নভেম্বর, বুধবার রাজ্যের ছয় বিধানসভায় উপনির্বাচন। সেজন্য এইসব এলাকায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এই ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্র।

যেহেতু এইসব এলাকার স্কুলগুলি ভোটের কাজে ব্যবহৃত হবে, সরকারি কর্মী ও আধিকারিকদের অনেকে ভোটগ্রহণে ব্যস্ত থাকবেন, পাশাপাশি ওই সব এলাকার সরকারি কর্মীরাও ভোটদানে অংশগ্রহণ করবেন, সেজন্য এইসব এলাকায় ভোটের দিন ছুটি ঘোষণা করা হয়েছে। যাতে উপনির্বাচনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

News Hub