মমতাকে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে : চিরঞ্জিৎ

Kolkata: BJP leader Babul Supriyo addresses a press conference in Kolkata, on তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Photo: Facebook@deepakChakrabortyactor)

একুশের নির্বাচনের ফল প্রকাশের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর করার দাবি তুললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

সােমবার বারাসতে এক অনুষ্ঠানে যােগ দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। যিনি একটা রাজ্যে বিজেপি-কে ছুড়ে ফেলে দিতে পারেন, তার মানে তার এতটাই জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন উপযুক্ত মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী।

জ্বালানির দামবৃদ্ধি ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করে চিরঞ্জিৎ বলেছে, ‘আরও বাড়বে দাম। কারণ ওদের বিনামূল্যে ইঞ্জেকশন দিতে হবে, ওই টাকাটা আমাদের থেকে তুলে নেবে। পােস্ট অফিস তুলে দেবে ঠিক করেছে।


পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে চিরঞ্জিৎ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে। যদি সারা ভারতবর্ষ জুড়ে কন্যাশ্রী হয়, স্বাস্থ্যসাথী হয়, তাহলে তাে সােনার ভারতবর্ষ হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যাতে হতে পারেন, প্রথম ভারতবর্ষের বাঙালি প্রধানমন্ত্রী হন যাতে সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে।