শিশু পাচার চক্রে গ্রেপ্তার নার্সিং হোম কর্মী

প্রতীকী ছবি।

শিশু পাচার চক্রের তদন্তে নেমে ঠাকুরপুকুরের দম্পতি মানিক এবং মুকুল সরকারকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি। এবার সেই মামলার তদন্তে খোঁজ মিলল আরও এক দালালের। অভিযুক্ত সৌরভ অধিকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রের খবর, নদিয়ার হাঁসখালির বাসিন্দা সৌরভ ২০২২ সাল থেকে কাজ করত দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের এক নার্সিং হোমে। সেখানেই শিশু পাচার চক্রের মূল অভিযুক্ত মুকুলের সঙ্গে পরিচয় হয় ধৃতের। সেই সূত্র ধরেই পরিচয় হয় মানিকের সঙ্গেও। তারপরই আরও জোরকদমে চলতে থাকে শিশু পাচার চক্র। তবে পাচার চক্রে সৌরভের ভূমিকা কী তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সিআইডি সূত্রে খবর, পাচার চক্রে তার ভূমিকা জানতে মানিক এবং সৌরভকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

প্রসঙ্গত, মাস খানেক আগেই শালিমার স্টেশন থেকে পাকড়াও করা হয় সরকার দম্পতিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক শিশুকেও। তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পারে, বিহার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল পাচার করার উদ্দেশ্যে। তদন্তে উঠে আসে সারোগেসি যোগও। সূত্রের খবর, সারোগেসি পদ্ধতিতে শিশুর জন্ম দিয়ে তারপর সেই শিশুকে বিক্রি করা হতো ২ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে। টার্গেট করা হতো মূলত নিঃসন্তান দম্পতিদের।