দিল্লি— ভোটদানে নাগরিকদের সুবিধা দিতে দেশে লোকসভা নির্বাচনে এই প্রথমবার শুরু হচ্ছে হোম ভোটিং প্রসেস৷ তবে, এই নিয়ম সকলের জন্য নয়৷ প্রবীণ নাগরিকদের জন্য এই নিয়ম চালু হচ্ছে৷ যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, বা যাঁদের কোনও শারীরিক সমস্যা রয়েছে তাঁদের জন্যই বাড়িতে বসে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ইতিমধ্যে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে হোম ভোটিং প্রসেস বাস্তবায়ন হয়েছে৷ তবে, এবারই প্রথম লোকসভা নির্বাচনে এই পদ্ধতি প্রয়োগ করা হবে৷