মঙ্গলবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা পিতা পাঞ্জাব কেশরি লালা লাজপত রাইয়ের ১৬০তম জন্ম জয়ন্তী ছিল। ২৮ জানুয়ারির এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ পুলিশ কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট চালু করা হল।
এব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি, আইপিএস শ্রীমতি কৃষ্ণকলি লাহিড়ীর সঙ্গে একটি বিশেষ মউ স্বাক্ষর করলেন পিএনবি-র কলকাতার জোনাল ম্যানেজার সমীর বাজপেয়ী।
মূলত রাজ্য পুলিশের পুলিশ পার্সোনেল এবং পুলিশ সহায়কদের বেতন দেওয়ার উদ্দেশ্যে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। এই মউ স্বাক্ষরের মাধ্যমে পিএনবি রাজ্য পুলিশের প্রায় আড়াই লক্ষ কর্মীকে বেতন ও অন্যান্য ব্যাংকিং পরিষেবা দেবে বলে জানা গিয়েছে।