• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কালীপুজোয় দক্ষিণেশ্বরে মায়ের ভােগ বিতরণ বন্ধ

প্রতিবছরই কালীপুজোয় মানুষের সমাগম হয় দক্ষিণেশ্বরে। করােনা আবহে যাতে সেই রকম কিছু না হয় তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন মন্দির কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর মন্দির (Photo: iStock)

প্রতিবছরই কালীপুজোয় মানুষের সমাগম হয় দক্ষিণেশ্বরে। করােনা আবহে যাতে সেই রকম কিছু না হয় তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন মন্দির কর্তৃপক্ষ। 

করােনা আবহে এবছর কালীপুজোর ভােগ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। করােনা পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করতে এবং সকলের স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্দিরে অছি সম্পাদক কুশল চৌধুরী। 

প্রসঙ্গত প্রতি বছর কালীপুজোর পরের দিন ভাের থেকে মন্দির চত্বরে থাকা ভক্তদের মা ভবতারিনীর ভােগ বিতরণ করা হয়। কিন্তু এ বছর সেই মহাপ্রসাদ থেকে বঞ্চিত থাকতে হবে ভক্তদের। কেন না করােনা আবহে মন্দিরে রাত্রিবাস করা যাবে না। তবে কালীপুজোর দিন সারারাত পুজো দিতে পারবেন ভক্তরা। 

কালীপুজোর দিন সকাল ছটায় মন্দির খুলবে। তারপর থেকে সারাদিন কোভিড বিধি মেনে পুজো দিতে পারবেন। পুজো দিয়ে চলে যাবেন। মন্দিরে থাকতে পারবেন না। পাশাপাশি ছটপুজোতেও বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির।