বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ১২ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে। মঙ্গলবার বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করে এনআইএ।
বিগত আগস্ট মাসের ২৮ তারিখ ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে হামলা হয়। গুলি চালানো হয় গাড়ি লক্ষ্য করে। তিনি ওই দিন কাঁকিনাড়ার দিকে যাচ্ছিলেন, সঙ্গী ছিলেন অপর এক বিজেপি নেতা রবি সিং। চালকের পাশেই বসেছিলেন প্রিয়াঙ্গু। পিছনে ছিলেন রবি। মাঝপথে তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একজন পথচারী। এই ঘটনায় জখম হন প্রিয়াঙ্গু ও রবি দু’জনেই।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং জানান, চালককে লক্ষ্য করেও গুলি চালানো হয়। তাঁর কপাল ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।
পুলিশ তদন্তে নেমে কিছুজনকে সন্দেহের বশে গ্রেপ্তার করে। কেন্দ্রীয় তদন্তের দাবি ওঠায় মামলার তদন্তভার যায় এনআইএ-এর হাতে। তারাও গ্রেপ্তার করে ১ জনকে। সেই ঘটনার তদন্তভারই ৩ মাসে সম্পন্ন করে চার্জশিট জমা দিল এনআইএ।