ছোট জমিতে বাড়ি নির্মাণের নিয়ম সহজ করল কলকাতা পুরসভা। শুক্রবার এই নতুন নিয়ম ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার মেয়র পারিষদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান মেয়র। একটি বিশেষ কমিটি গঠন করে জমির মাপ অনুযায়ী কীভাবে বাড়ি নির্মাণ করা যাবে, তা নিয়ে সুপারিশ চাওয়া হয়েছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সাত ছটাক বা তিনশো স্কোয়্যার ফিট থেকে দশ ছটাক অর্থাৎ চারশো পঞ্চাশ স্কোয়্যার ফিটের জমিতে বাড়ি করতে হলে সামনে এক ফুট, দুই পাশে এক ফুট করে এবং পিছনে তিন ফুট জায়গা ছেড়ে দিতে হবে। এখানে সর্বোচ্চ তিনতলা পর্যন্ত বাড়ি নির্মাণের অনুমতি মিলবে। এগারো ছটাক থেকে এক কাঠার জমির ক্ষেত্রে সামনের দিকে দেড় ফুট, দু’পাশে দুই ফুট করে এবং পিছনের দিকে চার ফুট জায়গা ফাঁকা রাখতে হবে। এই জমিতেও তিনতলা পর্যন্ত নির্মাণ করা যাবে। এক কাঠা থেকে দুই কাঠার ক্ষেত্রে সামনে ০.৬০ মিটার, দু’পাশে ০.৭০ মিটার এবং পিছনে ১.৫ মিটার জায়গা ছেড়ে দিতে হবে। তিন কাঠার ক্ষেত্রে সামনে ০.৭৫ মিটার, দু’পাশে ০.৯০ মিটার এবং পিছনে ১.৬ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে, তবে এই ক্ষেত্রে চারতলা পর্যন্ত বাড়ি নির্মাণের অনুমতি মিলবে। এছাড়া, ১৫ দিনের মধ্যেই পুরসভার অনুমতি পাওয়া যাবে।
শহরের বস্তি ও কলোনিবাসীদের জন্যও বড় ঘোষণা করেছেন মেয়র। এতদিন বস্তিতে যাঁরা বাড়ি করেছেন, তাঁদের নিয়মমাফিক অনুমোদন নিতে হলে রেগুলারাইজেশন ফি হিসেবে প্রায় ৩ লক্ষ ২৭ হাজার টাকা দিতে হত, যা অনেকের পক্ষেই সম্ভব ছিল না। তবে এবার এই ফি অনেকটাই কমিয়ে মাত্র ৪২ হাজার টাকা করা হয়েছে, যাতে আর্থিকভাবে দুর্বল মানুষেরা সমস্যায় না পড়েন। তবে শর্ত একটাই, এই বাড়িগুলি বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। পুরসভার এই নতুন নিয়মে ছোট জমিতে বাড়ি নির্মাণ আরও সহজ হবে, পাশাপাশি ব স্তি ও কলোনিবাসীদের জন্য স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।