২০২৬-এর বিধানসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল তৈরি হবে বাংলায়। এমনই দাবি করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেলিমের এই দাবি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদকের দাবিকে যথারীতি কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল।
সংবাদমাধ্যমে সেলিম দাবি করেছেন, ‘বিজেপি ও তৃণমূলের মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যারা গুরুত্ব পাচ্ছে না, তারা বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে এবং সেই সঙ্গে বিকল্প ব্যবস্থা সামনে রেখে গুরুত্ব পাওয়ার জন্য দলকে ব্ল্যাকমেলও করছে।’ নির্বাচন কমিশনের দপ্তরে নাকি এই বিষয়ে আবেদনও জমা পড়েছে, এমনটাও জানিয়েছেন তিনি।
সেলিমকে লক্ষ্য করে পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘গোটা রাজ্যে সিপিএম দলটা শূন্য। উনি রাজ্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে রয়েছেন, আর একের পর এক ভোটে পরাজয় হচ্ছে পার্টির। আগে নিজের দলকে সামলান, তারপর অন্য দলের জন্মের খোঁজ নেবেন।’
রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এই বক্তব্যকে সিপিএমের তরফে কৌশল বলেই মনে করছেন। সিপিআই(এম) সরাসরি বলছে, নতুন দল বামপন্থী নয়, দক্ষিণপন্থী দল। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকেও নাকি দেখা যেতে পারে।