স্নাতক পাশ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য নয়া বিজ্ঞপ্তি প্রাথমিকে, মিলল এই সুবিধা  

কলকাতা, ২০ অক্টোবর– 

ত ২৯ সেপ্টেম্বর সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নতুন টেট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে জানানো হয়েছিল, আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। চতুর্থীর দিন সন্ধ্যেবেলা প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, আগামী ২১ অক্টোবর থেকে টেটের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। পর্ষদের ওয়েবসাইটের (https://www.wbbpe.org) মাধ্যমে সেই আবেদন জানানো যাবে।

২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নয়া নির্দেশিকা অনুযায়ী, এবারের টেট পরীক্ষায় স্নাতক পাশ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করতে পারবেন।


২৯ সেপ্টেম্বরের সেই বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতাও জানিয়ে দিয়েছিল পর্ষদ। বলা হয়েছিল, টেট পরীক্ষায় বসার জন্য আবেদনকারীকে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার সঙ্গে দু’ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড, কিংবা ৪ বছরের বিএলএড, নয়তো স্পেশাল এডুকেশনে আরসিআই অনুমোদিত ডিএড কোর্স করা থাকলেও আবেদন করা যাবে।