• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

ওবিসি শংসাপত্র নিয়ে নয়া মামলা

বৃহস্পতিবার নাগাদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

ওবিসি-ভুক্তদের সংরক্ষণের জন্য রাজ্য নতুন করে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, হাইকোর্ট ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এই অবস্থায় রাজ্য ওবিসি চিহ্নিতকরণের ক্ষেত্রে নতুন সমীক্ষা শুরু করেছে। এই নিয়ে আইনজীবী দ্রুত শুনানির দাবি করেন।

বৃহস্পতিবার নাগাদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানির আবেদনের বিষয়টি দেখা হবে। এর আগে, সুপ্রিম কোর্টে গত মঙ্গলবার ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানির ক্ষেত্রে রাজ্যের তরফে জানানো হয়েছিল, ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা কাদের আছে তা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাবি করেন, হাইকোর্টের নির্দেশেই সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। এই শুনানির জন্য তিনি তিন মাস সময়ও চেয়েছেন। শীর্ষ আদালতের পক্ষ থেকে তিন মাস সময় দেওয়া হয়েছে। জুলাই মাসের পর ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে।