নবম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার ঘটনা। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ।
সূত্রের খবর, সোনারপুরে দাদু ঠাকুমার কাছে থেকেই পড়াশোনা করত কিশোরী। সেই সুবাদেই অভিযুক্ত প্রৌঢ়কে দাদু বলে ডাকত সে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, মাঝে মধ্যেই কিশোরী অভিযুক্ত প্রতিবেশীর মোবাইল দেখত। অভিযোগ, মোবাইল দেখানোর নাম করেই ফাঁকা বাড়িতে ধর্ষণ করা হয় তাকে। শুধু তাই নয়, সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে দিনের পর দিন চলতে থাকে ব্ল্যাকমেল।
অভিযোগ, ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করা হয় অভিযুক্তকে। এরপরেই বুধবার নিজের বাড়িতে সমস্ত বিষয় জানায় নির্যাতিতা কিশোরী। তারপরেই প্রতিবেশীদের ডেকে সকলেই সামনে চেপে ধরা হয় অভিযুক্ত ওই প্রৌঢ়কে। নিজের মুখে কুকীর্তির কথা স্বীকার করতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় বছর বাহান্নর ওই প্রৌঢ়কে।