পর্যটক টানতে জোর। যাত্রী পরিষেবায় আরও স্বাচ্ছন্দ আনতে ৫০টি অত্যাধুনিক বাস আনতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আগামী দু’মাসের মধ্যেই বাসগুলি পেতে চলেছে নিগম।সূত্রের খবর, বি এস ৬ মডেলের নতুন বাসগুলি পাওয়ার পর ডুয়ার্স রুটের পাশাপাশি জলপাইগুড়ি ডিপো থেকে দার্জিলিং রুটের বাস সংখ্যা বাড়ানো হবে। পর্যটকদের কথা মাথায় রেখেই বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। যাত্রীর চাপ মাথায় রেখে জলপাইগুড়ি ডিপো থেকে ডুয়ার্স রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে খবর।
এই বিষয়ে নিগমের চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সাহায্যে সমস্ত বাধা অতিক্রম করে পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন হচ্ছে। সাধারণ মানুষও যাত্রী পরিষেবা পেয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উপর আস্থা রাখছেন। গত বছর সরকারের পক্ষ থেকে ৪৩টি নতুন বাস দেওয়া হয়েছিল। এবার নতুন আরও ৫০টি বাস আনা হচ্ছে। নতুন বাস এলে সেগুলি চারটি ডিভিশনে ভাগ করে দেওয়া হবে।
এনবিএসটিসির কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং বহরমপুর মোট চারটি ডিভিশন রয়েছে। এই ডিভিশনগুলির প্রায় ৭০০টি বাস প্রতিনিয়ত সাধারণ মানুষকে পরিষেবা দেয়। কেবল জলপাইগুড়ি ডিপো থেকেই প্রতি মাসে রাজস্ব আয় হয় ১৬ থেকে ১৭ কোটি টাকা। যা রাজ্যের অন্য পরিবহণ নিগমগুলির তুলনায় সব থেকে বেশি। এর পাশাপাশি এই ডিপো থেকে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন স্থলে সাপ্তাহিক ট্যুরের ব্যবস্থা রয়েছে।
নতুন বাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবরে খুশি পর্যটকরাও। সব কিছু ঠিকঠাক থাকলে এ বারের পুজোর মরশুমেই এনবিএসটিসির বাসে পাহাড় জঙ্গল যেতে পারবেন পর্যটকরা।