নবান্ন অভিযান রাজনৈতিক, উস্কানি দেওয়া হচ্ছে, বললেন ফিরহাদ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানকে সম্পূর্ণ রাজনৈতিক বলে অ্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম৷ আগামী মঙ্গলবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে৷ তবে ফিরহাদ হাকিম মনে করছেন এগুলির পেছনে রয়েছে রাজনীতি৷ সিপিএম এবং বিজেপিকে নিশানা করে শনিবার ফিরহাদ বলেন, “অনেকে সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করেছে, এখন আবার এই বিষয় নিয়ে করছে৷ যা ঘটেছে তা ন্যক্কারজনক৷ কিন্ত্ত এসব রাজনৈতিক অভিযান করে কোনও লাভ হবে না৷ উস্কানি দেওয়া হচ্ছে শুধু৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেও ছিল, আগামী ৫০ বছরও থাকবে৷”

আরজি কর কান্ডের প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র বলেন, “আমি মনে করি বিচার হবেই৷ এই ঘটনা যে শুধু বাংলার চিন্তা বাড়িয়েছে তা নয়, গোটা দেশে হিংসা এবং ঘৃণার ঘটনা বাড়ছে৷ উগ্রতা দেখিয়ে সমাজ পরিবর্তন করা যায়না৷ সমাজ পরিবর্তন করতে হলে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন৷ শুধু সিবিআইকে অনুরোধ করব তাড়াতাডি় তদন্ত করতে৷ আমরা বিচার ব্যবস্থার বিশ্বাস করি৷”

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ার সিম কার্ড দেওয়ার অভিযোগ তুলেছেন৷ সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “এসব অবাস্তব কথা৷ সরকারের খেয়েদেয়ে কাজ নেই সিম কার্ড দেবে৷ আসলে ২০০ পার ভোগে গেছে, ৪০০ পার মায়ের ভোগে চলে গেছে৷ এখন এইসব উস্কানি দিয়ে বাংলায় ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি”