‘অনুব্রত মণ্ডল আমার অভিভাবক’, ঐক্যের বার্তা কাজলের

জেলমুক্তির পর অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই উল্লাস চলছে অনুগামীদের। জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ অবশ্য আক্রমণাত্মক ভঙ্গি বজায় রেখেছিলেন। দলীয় মিটিংয়ে সব খেলা খেলতে জানেন বলেও জানিয়েছিলেন নানুরের দাপুটে নেতা কাজল শেখ। আক্রমণের পথ ছেড়ে আবার কৌশলী বার্তাও দিয়েছেন কাজল শেখ। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক মানেন বলেও জানিয়েছেন কাজল শেখ।

অতীতের মতো বর্তমান সময়েও অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে ফের গোষ্ঠী লড়াই শুরু হয় কিনা সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই নানুরের কেরিম খানের সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রবল। আর এই পরিস্থিতির মধ্যেই কাজল শেখ বলেন, ‘দয়া করে কেউ গ্রুপবাজি করবেন না। সেক্ষেত্রে ফল ভালো হবে না। আমি সব খেলা খেলতে জানি। দাবাও খেলতে জানি আবার হাডুডু খেলতেও জানি। শুধু খেলা হবে গান শুনলে লাভ হবে না।’

জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আরও বলেন, ‘আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ খেতে আসিনি। নদীর বালি থেকে পয়সা নিতে আসিনি। যদি বাঁকা পথে চল, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। চুড়ি পরে বসে নেই। যে দিন গোটাব, সে দিন গুটিয়ে দেব।’


প্রকাশ্যে কাজল শেখের এই ধরণের মন্তব্য আসার পরও মাথা ঠাণ্ডা রেখেছেন অনুব্রত মণ্ডল। কোনও ধরণের বিতর্কে জড়াচ্ছেন না তিনি। সবাইকে নিয়ে দলে কাজ করার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর কাজল শেখের গলাতেও শোনা গেল নরম সুর। অনুব্রত মণ্ডলই আমার অভিভাবক। দল ও তাঁর নির্দেশ মেনেই কাজ করব, স্পষ্ট জানালেন কাজল শেখ।