• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

নৈহাটির বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিক, অসুস্থ বহু

বরফ তৈরির কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়াল। অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বেশ কয়েকজন মানুষ।

বরফ তৈরির কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। শ্বাসকষ্টের পাশপাশি চোখ ও গলায় জ্বালা অনুভূত হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির রাজেন্দ্রনগর এলাকার। প্রাথমিক বিপদ কাটলে কারখানাটির নিরাপত্তা যথাযথ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্রনগর এলাকা বরফ তৈরির ওই কারখানার ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক রয়েছে। সেই ট্যাঙ্কেই কোনও সমস্যার কারণে রবিবার গভীর রাত থেকে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। ক্রমে অ্যামোনিয়ার ‘বিষ’ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। মাঝরাতে ঝাঁজালো গন্ধের জেরে অনেকেরই ঘুম ভেঙে যায়। আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন অনেকে।

এলাকার বাসিন্দাদের তুমুল শ্বাসকষ্ট শুরু হয়। রাতেই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকল বাহিনী। অসুস্থ কয়েকজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। কাঁকিনাড়া ফায়ার ব্রিগেড অফিসার দিলীপ রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে কোন রকম বিপত্তি না ঘটে।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, ব্যস্ততম এলাকায় এই ধরনের কারখানা তাঁরা থাকতে দেবেন না। উত্তেজনা থামাতে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন।

News Hub