• facebook
  • twitter
Friday, 4 April, 2025

রাজ্যের উন্নয়নে ৩.৮০ লক্ষ কোটির ঋণ নাবার্ডের

২০২৫-২৬ অর্থবছরের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন খাতে ৩.৮০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষমাত্রা নিল নাবার্ড।

২০২৫-২৬ অর্থবছরের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন খাতে ৩.৮০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষমাত্রা নিল ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। যা গত বছরের তুলনায় ২০.৬৩% বেশি। শুক্রবার কলকাতায় রাজ্য ঋণ সেমিনারে এই ঘোষণা করেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ।

এদিন বিভিন্ন ক্ষেত্রভিত্তিক ঋণের সম্ভাবনা নিয়ে রাজ্য স্তরে একটি রূপরেখা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র। উপস্থিত ছিলেন কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিংহ মীনা, রিজার্ভ ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার সুমতি মেরি এলএনসি গুইতে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

পি কে ভরদ্বাজ জানান, মোট ৩.৮০ লক্ষ কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে কৃষি, কৃষি-পরিকাঠামো ক্ষেত্রে ১.২৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের ওপর জোর দেওয়া হয়েছে।

কৃষি সচিব ওংকার সিংহ মীনা বলেন, বর্তমানে কৃষি ঋণ বিতরণ ৭৫,০০০ কোটি টাকা এবং চলতি বছরে ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে।

অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র কৃষি ও সংশ্লিষ্ট খাতে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, এমএসএমই খাতে ২ লক্ষ কোটি টাকার ঋণ সম্ভাবনা নির্ধারিত হয়েছে।

এছাড়াও গৃহ, শিক্ষা, সামাজিক পরিকাঠামো, রপ্তানি, নবায়নযোগ্য শক্তি ও স্বনির্ভর গোষ্ঠী ঋণের জন্য ০.৫৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।