রামনবমীর দিন রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার বৈঠক করে প্রত্যেকটি থানাকে সজাগ থাকতে বলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবার রামনবমী উপলক্ষ্যে নতুন করে কোনও মিছিলে অনুমতি দেবে না প্রশাসন।
গত কয়েক বছর রামনবমীর দিন হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের একাধিক এলাকা। আদলতের নির্দেশে কয়েকটি ঘটনার তদন্ত করছে এনআইএ। হিংসার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে জন্য আগে থেকে কড়া পদক্ষেপ করতে চাইছে নবান্ন। রামনবমী সংক্রান্ত যে কোনও ঘটনায় প্রশাসনকে সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যেন কোনও বিলম্ব না হয় সেই বার্তাও দিয়েছেন মুখ্যসচিব।
উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল রামনবমী। তাঁর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই কারণে আগে থেকে বৈঠক করে জেলাশাসক ও পুলিশ সুপারদের রামনবমী নিয়ে বার্তা দিয়েছেন তিনি। যদিও ৬ এপ্রিলের আগেই রাজ্যে ফিরে আসবেন মুখ্যসচিব।
এবারে রামনবমীর দিন রাজ্যে কয়েক লক্ষ লোক নামানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহে রামনবমী নিয়ে নবান্নের কড়া বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।