• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

রাজ্যের প্রধান শিক্ষকদের চিঠি দিয়ে নববর্ষের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

বিজয়া দশমী বা নববর্ষে সরকারি কর্মচারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পাঠানোর ঘটনা নতুন নয়। তিনি বরাবরই এসএমএসে শুভেচ্ছা বার্তা পাঠান।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের ওপর কি বিশেষভাবে গুরুত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সম্প্রতি প্রধান শিক্ষকদের নববর্যের শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে সেরকমই একটি গুঞ্জন ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী প্রত্যেক প্রধান শিক্ষককে আলাদা করে চিঠি দিয়ে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে রাজ্যের সরকারি, সরকার-পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-অনুমোদিত সব স্কুলের প্রধানশিক্ষকরা।

প্রসঙ্গত বিজয়া দশমী বা নববর্ষে সরকারি কর্মচারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পাঠানোর ঘটনা নতুন নয়। তিনি বরাবরই এসএমএসে শুভেচ্ছা বার্তা পাঠান। যদিও সেই তালিকায় স্কুলের প্রধানশিক্ষকরাও থাকতেন। কিন্তু এ বার তাঁদের আলাদা করে চিঠি দিয়ে নববর্ষের শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী, বর্তমান পরিস্থিতিতে যা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের স্কুলগুলিতে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের ঘটনায় চাপে রয়েছে স্কুলগুলি। চাপ বেড়েছে প্রধান শিক্ষকদের ওপর। একাধিক বিষয়ে শিক্ষক ছাড়াই কীভাবে চলবে স্কুল? কে নেবে পঠন পাঠনের দায়িত্ব, তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ। সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই বার্তা যেন শিক্ষকদের মানসিক শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রধান শিক্ষকরা পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে আশ্বস্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।