• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পিংলায় সুড়ঙ্গের খোঁজ, এলাকায় চাঞ্চল্য

পিংলার রাজবল্লভচকে বাড়ির ভিত করার সময় সুড়ঙ্গের খোঁজ মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা পরিদর্শন করেন পিংলার বিডিও।

পিংলার রহস্যজনক টানেল। ছবি সংগৃহীত।

পিংলার রাজবল্লভচকে বাড়ির ভিত করার সময় সুড়ঙ্গের খোঁজ মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা পরিদর্শন করেন পিংলার বিডিও।

বাড়ির মালিক অনিমা ঘোষ বলেন, পুরনো বাড়ির পাশে নতুন বাড়ির ভিতের দুটি গর্ত করার সময় একটির মুখে সুড়ঙ্গ পাওয়া যায়, অন্যটিতে সিঁড়ির ধাপ দেখতে পাওয়া যায়। সুড়ঙ্গটা প্রায় ১৫ ফুট দীর্ঘ । তারপর সুড়ঙ্গ শেষ হয়ে গিয়েছে। সুড়ঙ্গের চারদিকে ইট দিয়ে গাঁথা । পিংলা থানার বড়বাবু এসেছিলেন। তিনি বললেন এটা পুরনো দিনের নিকাশি ব্যবস্থা হতে পারে। বিডিও সাহেবও এসে দেখে গিয়েছেন। উনি সন্ধ্যেবেলা জানাবেন বলেছেন।

বাড়ির অন্যতম সদস্য সনৎ ঘোষ বলেন, আমাদের দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম ওখানে একটা মন্দির ছিল। এখন ওই ধ্বংসাবশেষের ইট বেরোচ্ছে। যত খোঁড়া হচ্ছে তত পুরনো আমলের ইট বেরোচ্ছে। সুড়ঙ্গ উপরে আছে। মনে হচ্ছে মোগল আমলে লুকানোর জন্য বা জিনিসপত্র রাখার জন্য ওই গুপ্ত জায়গা করা হয়েছিল।

পিংলার বিডিও লেপকা ওয়াংচু শেরপা বলেন , একটি বাড়ির ভিত খোঁড়ার সময় ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায় । কিন্তু কোন উল্লেখযোগ্য নমুনা খুঁজে পাওয়া যায়নি। তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য । তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু আছে । সুড়ঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ করতে বলেছি।