• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিচারাধীন বন্দির রহস্যময় মৃত্যু হাওড়ায় 

হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর,   চলতি বছরের ১৯ এপ্রিল বাবাকে হত্যার অভিযোগে হাওড়া জেলে বন্দি ছিলেন ওই অভিযুক্ত। তাঁর  নাম বাপি রিত , বয়স ৩৮। তিনি হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা।  এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর,   চলতি বছরের ১৯ এপ্রিল বাবাকে হত্যার অভিযোগে হাওড়া জেলে বন্দি ছিলেন ওই অভিযুক্ত। তাঁর  নাম বাপি রিত , বয়স ৩৮। তিনি হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা।  এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা বাপি রিত বাবাকে হত্যা করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তাঁর জবানবন্দির ভিত্তিতেই এই হত্যার মামলা চলছিল। কিন্তু সোমবার রাতে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। বাপি একটি জুট মিলের কর্মী ছিলেন। বছর ছয়েক আগে তাঁর প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে চলে যান। এরপর বাপি গত বছরের ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার এক মহিলাকে বিয়ে করেন। কিন্তু সেই মহিলার সঙ্গেও তাঁর বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে তিনিও তাঁকে ছেড়ে চলে যান।

জানা যাচ্ছে, এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই অভিযুক্ত। বাবার ঠিক মতো পরিচর্যা করতে পারবেন না জেনে বাবাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। এরপর বাপি লিলুয়া স্টেশনে রেল লাইনে ঝাঁপ মেরে আত্মহত্যাও চেষ্টা করেন। সেই  সময় আরপিএফ তাঁর প্রাণ বাঁচায়। পরে বেলুড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত মে মাস থেকে তিনি হাওড়া জেলেই রয়েছে।

মঙ্গলবার সকালে জেলের বন্দিরা তাঁকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দেন জেল কর্মীদের। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজনদের খবর দেয় বেলুড় থানা। প্রশ্ন উঠছে, জেলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে তিনি আত্মঘাতী হলেন ? এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশও একটি অস্বাভাবিক মৃত্যু মামলার রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এই নিয়ে জেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য মেলেনি।

এই ঘটনাতে সংশোধনাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।