• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলকাতায় রাতের ফুটপাতবাসীদের নিয়ে বিশেষ ভাবনা পুরসভার

নিজস্ব প্রতিনিধি, ২ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ফুটপাতে অবৈধভাবে জায়গা দখল করে থাকা হকার উচ্ছেদ শুরু হয়েছে৷ মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে হকারদের নিয়ন্ত্রণের কাজ শুরু করে দিয়েছেন৷ এর মধ্যেই এবার রাতে যাঁরা ফুটপাতে থাকেন, তাঁদের কথাও ভাবছে পুরসভা৷ দেখতে গেলে ফুটপাতবাসীরা অবৈধভাবে জায়গা দখল করেই থাকছেন৷ তাঁদেরই পুর্নবাসনের কথা ভেবে দেখা হচ্ছে৷

নিজস্ব প্রতিনিধি, ২ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ফুটপাতে অবৈধভাবে জায়গা দখল করে থাকা হকার উচ্ছেদ শুরু হয়েছে৷ মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে হকারদের নিয়ন্ত্রণের কাজ শুরু করে দিয়েছেন৷ এর মধ্যেই এবার রাতে যাঁরা ফুটপাতে থাকেন, তাঁদের কথাও ভাবছে পুরসভা৷ দেখতে গেলে ফুটপাতবাসীরা অবৈধভাবে জায়গা দখল করেই থাকছেন৷ তাঁদেরই পুর্নবাসনের কথা ভেবে দেখা হচ্ছে৷ যাঁরা রাতে রাস্তায় ঘুমান, তাঁদের সকলকে আশ্রয় শিবিরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে৷ ফুটপাতবাসীরা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারেন, সেটাই নিশ্চিত করতে চাইছে প্রশাসন৷

শিয়ালদহ, রাজাবাজার, পার্ক সার্কাস, বালিগঞ্জ, গড়িয়াহাট সহ কলকাতার একাধিক জায়গায় বহু গৃহহীন মানুষ বাঁশ দিয়ে অস্থায়ী তাঁবু খাটিয়ে বাড়ি বানিয়ে ফেলেছেন৷ তাছাড়াও শহরজুড়ে ফুটপাতে শত শত মানুষ রাত কাটান৷ ফুটপাত ছাড়াও সারা কলকাতা জুড়ে রয়েছে বহু ব্রিজ৷ ব্রিজের নিচেও তাঁবু খাটিয়ে থাকেন হাজার হাজার ফুটপাতবাসী৷ এটা একেবারেই বেআইনি৷ তাই হকার উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে দখল করে থাকা ফুটপাতবাসীদের একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে৷ বলা ভালো, পুজোর আগে ফুটপাত একেবারেই পরিষ্কার করে ফেলতে চাইছে সরকার৷ সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে৷

প্রসঙ্গত বর্তমানে কলকাতা জুড়ে পুরসভার ১১টি আশ্রয় শিবির রয়েছে৷ সেখানেই এই আশ্রয়হীনদের আপাতত থাকার ব্যবস্থা করা হবে৷ এছাড়াও পুজোর আগে সেপ্টেম্বরে টালিগঞ্জ গান্ধী কলোনীতে এবং উত্তর কলকাতার মুরারিপুকুর এলাকায় দুটি আশ্রয় শিবির চালু করা হবে৷ এই জায়গাগুলিতেই ফুটপাতবাসীদের রাখা হবে৷