• facebook
  • twitter
Friday, 4 April, 2025

সোমে চিকিৎসকদের সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর

চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে 'ডক্টরস কনভেনশন' আয়োজিত হতে চলেছে।

ফাইল চিত্র

চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশন’ আয়োজিত হতে চলেছে। তিন হাজারের বেশি সরকারি-বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসক ও পড়ুয়ারা থাকবেন সেখানে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন ‘অভয়া মঞ্চ’, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। বৈঠকে রাজ্যের হাসপাতালগুলোর অবস্থা, রাজ্যে স্বাস্থ্যে সরকারি সাফল্যের খতিয়ান‌, সমস্যার, তার সমাধান‌ সবই নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ট্রেনি চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর অভয়া মঞ্চ তৈরি হয়েছিল। সেই মঞ্চেরও বেশিরভাগ চিকিৎসক বৈঠকে যোগ দেবেন বলে খবর। চিকিৎসকদের বক্তব্য, এটা সরকারি অনুষ্ঠান। উনি আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই উপস্থিত থাকব। চিকিৎসক মহল মনে করছে, আরজি কর-কাণ্ডের পরবর্তী সময়ে রাজ্যের সরকারি এবং কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি এই বৈঠক আয়োজন করেছে। ধনধান্যের বৈঠকে ২৬০০ সিনিয়র-জুনিয়র চিকিৎসকের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সরকারির পাশাপাশি থাকবেন বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের প্রভাবশালী মুখরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ধনধান্যে মূল অডিটোরিয়ামের পাশাপাশি আরও দুটি হলে থাকছে লাইভ স্ট্রিমিং। উত্তরবঙ্গ মেডিক্যাল, বর্ধমান, কল্যাণী জেএন‌এম, ডায়মন্ড হারবারে সবচেয়ে বেশি প্রবেশপত্র দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি প্রতিটি জেলায় গিয়ে মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নিয়ে আলোচনা করেছে। বহু জায়গাতেই নানা অভাব-অভিযোগের কথা শুনতে হয়েছে কমিটিকে। স্থানীয় স্তরে সেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব নয়। সমস্ত বৈঠক থেকে উঠে আসা অভিযোগ, প্রস্তাবের বেশির ভাগই মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে কমিটি। সোমবারের বৈঠকে সেই সমস্ত অভাব-অভিযোগ নিয়ে কথা হতে পারে।

এস‌এসকেএম জন্য ১০০টি, কলকাতা মেডিক্যালের জন্য ৭০টি, নীলরতন সরকারের মেডিক্যালের জন্য ২৫টি, আরজি কর মেডিক্যালের জন্য ২৫টি, সিএন‌এমসির জন্য ২৫টি, সাগর দত্ত মেডিক্যালের জন্য ৭৫টি, ডায়মন্ড হারবার জন্য ২২০টি, বর্ধমান মেডিক্যালের জন্য ১২০টি, কল্যাণী জেএন‌এম মেডিক্যালের জন্য ৩০০টি এবং উত্তরবঙ্গ মেডিক্যালের জন্য ১৫০ প্রবেশপত্র দেওয়া হয়েছে।

রাজ্য গ্রিভান্স সেলের সদস্য যোগীরাজ রায় বলেন, বিভিন্ন জায়গা ঘুরে আমরা যে তথ্য পেয়েছি, তা সংক্ষিপ্ত আকারে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। সেগুলোর বিষয়েই আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। শিক্ষক-চিকিৎসক, ছাত্র, সার্ভিস ডক্টরস সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিতি মোটামুটি আড়াই থেকে তিন হাজার হবে।