পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের নতুন চেয়ারম্যান

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান করা হল ইটাহারের তৃণমূল বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেনকে। এই দায়িত্ব ছিল আইএএস পিবি সেলিমের হাতে। তবে সেলিমের দায়িত্ব বেশি হয়ে গিয়েছিল বলে জানা যায়। সেই কারণে মোশারফ হোসেনকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সেলিম নিজেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রদবদল সম্পর্কে জানিয়েছেন।

পিবি সেলিম হলেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব। এতদিন তিনি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। এই কারণে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে মোশারফ হোসেনকে সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান করার কথা জানান সেলিম। মোশারফের কার্যকালের মেয়াদ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক্তন কমিটি থেকে প্রায় সকলকেই সংখ্যালঘু বিত্ত নিগমের দায়িত্বে রাখা হয়েছে।

ওয়াকিবহাল মহলের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংখ্যালঘু বিত্ত নিগমে এই পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনের আগে সংখ্যালঘুদের স্বার্থে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন দায়িত্ব পেয়ে মোশারফ জানান, মুখ্যমন্ত্রী যা দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী তিনি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী নিজেও সংখ্যালঘুদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করেছেন। তবে আর কিছু কাজ করা বাকি রয়েছে। সেই কাজ করার জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’