দশদিন চিকিৎসা পরিষেবা প্রদানের মধ্য দিয়ে ফলতা বিধানসভায় শেষ হয়েছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে এই স্বাস্থ্য শিবির চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, বিষ্ণুপুর বিধানসভা জুড়ে ৪৭টি শিবিরে চলছে সেবাশ্রয়ের মহৎ কর্মযজ্ঞ। বিষ্ণুপুরবাসীও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভিড় করছেন শিবিরগুলিতে।
ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভা মিলিয়ে সেবাশ্রয় সূচনার ২০ দিনেই চার লক্ষের বেশি রোগী স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন। এর মধ্যে ফলতা বিধানসভার ৪০টি স্বাস্থ্য শিবিরে ১০দিনে মোট রোগীর উপস্থিতি দেড় লক্ষেরও বেশি। তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৬৯৫ জন রোগীর, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৪৮৩ জন রোগীকে এবং ৭৩৬ জন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফারও করা হয়েছে।
নির্দিষ্ট তথ্য পরিসংখ্যান সমাজমাধ্যমে পেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার লিখেছেন, ‘আমি আমার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের এক অসাধারণ সূচনার পর, ফালতাতেও সেবাশ্রয়ের সফলতা একধাপ এগিয়ে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।’
তিনি আরও লিখেছেন, সম্ভাবনার নতুন সংজ্ঞা লিখবে এই সেবাশ্রয়। বিষ্ণুপুর বিধানসভার ৪৭টি সেবাশ্রয় শিবিরেও এই মহৎ কর্মযজ্ঞ জারি থাকবে। প্রসঙ্গত, বিগত দিনে ফলতার প্রত্যেক শিবির তদারকির দায়িত্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী সুমিত রায়, বিশিষ্ট চিকিৎসক অভীক ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর ভার্তেন্দু শর্মা।