আজ অর্থাৎ শুক্রবার একুশে বিধানসভা ভােটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর বাংলায় চারটি জনসভা ছিল। কলকাতার শহীদ মিনারের পাশাপাশি মালদা, বহরমপুর এবং মুর্শিদাবাদে হতাে এই জনসভাগুলি।
উল্লেখ্য, ২২ এপ্রিল এবং ২৪ এপ্রিল এই চারটি জনসভা প্রস্তাবিত ছিল। তবে করােনার বাড়বাড়ন্তর জেরে বৃহস্পতিবারই চারটি জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। যেখানে রাজ্য বিজেপির তরফে ৫৭ টি সভাস্থল করার প্রস্তুতি ছিল শেষপর্যায়ের।
যদিও প্রধানমন্ত্রীর সভায় ৫০০-এর বেশি ব্যক্তিদের করােনার জন্য ঢুকতে দেওয়া হত না। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি একুশে বিধানসভা নির্বাচনে ২৩ টি জেলায় ১৮ টি জনসভা সেরেছেন।
শেষ দু দফায় ৬৯ টি আসন এবং প্রার্থীদের করােনায় মৃত্যুর জন্য আরও ২ টি সর্বমােট ৭১ টি আসনে প্রচারে আসার কথা রয়েছে। যার মধ্যে ২৩ এপ্রিল চারটি জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর।